মঙ্গলে অপরিবর্তিত থাকলেও বুধবার দাম বাড়ল সোনার। তবে দাম কমেছে রূপোর। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে গত এক সপ্তাহ ধরে দেশীয় বাজারে মহার্ঘ্য হয়েছে সোনার দর(Gold Price Today)। ফলে বিয়ের মরশুমে কার্যত চিন্তায় পড়েছেন ক্রেতারা।
বুধবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৫ হাজার ২৬০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম(Gold Price Today) ৫২ হাজার ৬০০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৪৬০ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪ হাজার ৬০০ টাকা। ১ কেজি রুপোর(Silver Price Today) বাট বিকোচ্ছে ৬৭,২০০ হাজার টাকা।
আরও পড়ুন- SBI-Fixed Deposit Rate: গ্রাহকদের জন্য সুখবর! ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে দেশীয় বাজারে সোনার দাম বাড়ছে বলেই খবর। ফলে, বিয়ের মরশুমে(Wedding Season) কার্যত চিন্তায় পড়েছেন ক্রেতারা। অনেকের ইতিমধ্যে সোনা কেনা হয়ে গেলেও যারা এখনও বিয়ের গয়না(Wedding Jwelleries) কিনতে পারেননি অথচ চলতি মরশুমেই তাঁদের বিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।