পৌষেও মহার্ঘ্য হলুদ ধাতু। শুক্রবার সোনার দাম কমলেও শনিবার কলকাতার বাজারে (Kolkata Market) ফের দাম বাড়ল সোনার (Gold Price Hike)। তবে, সোনার দাম বাড়লেও সস্তা হয়েছে রুপো (Silver Price Dropped)। শনিবার ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১৬০ টাকা। ১ কেজি রুপোর দাম কমেছে ২ হাজার ৬০০ টাকা।
নতুন বাজারদর অনুযায়ী, শনিবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪ হাজার ৯৮৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৯ হাজার ৮৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার নতুন দাম ৫ হাজার ৪৩৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪ হাজার ৩৮০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম এক লাফে কমে হয়েছে ৭১ হাজার ৭০০ টাকা।
আরও পড়ুন- কোটি টাকার প্রতারণার অভিযোগ,গ্রেফতার ICICI ব্যাঙ্কের প্রাক্তন CEO চন্দা কোছর ও তাঁর স্বামী
পৌষ মাস শেষ হলেই দেশ জুড়ে শুরু হবে বিয়ের মরশুম। ফলে অনেকেই এই মল মাসে গয়না গাটি কিনে রাখেন। কারণ বিয়ের তারিখ না থাকায় এই মাসে সোনা সস্তাই থাকে। কিন্তু গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠাপড়া লেগেই রয়েছে। যার প্রভাব পড়েছে কলকাতার বাজারে।কখনও সস্তা হচ্ছে সোনা। কখনও আবার দাম বাড়ছে হলুদ ধাতুর।