দুর্গা পুজো সবে শেষ হলেও দরজায় কড়া নাড়ছে লক্ষ্মী পুজো, তারপর ধন্তেরাস, কালী পুজো তো আছেই, এরই মধ্যে দাম বাড়ল সোনার।
লক্ষ্মীবারে ২২ এবং ২৪ ক্যারেট দু রকমের সোনার দামই বাড়ল।
Anushka Sharma:'ওয়ান প্লাস' আপডেটের সময় হয়েছে, বেবি বাম্পের ছবি দিয়ে জানালেন অনুষ্কা
২২ ক্যারেট
১ গ্রাম সোনা– ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম একদিনে ১৫ টাকা বেড়ে ৫৬৮০ টাকা/ গ্রাম।
৮ গ্রাম সোনার দাম ৪৫ হাজার ৪৪০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম-
২৪ ক্য়ারেটের ১ গ্রাম সোনার দাম গ্রাম প্রতি ১৬ টাকা বেড়ে আজ ৬১৯৬ টাকা।
২৪ ক্যারেটের ৮ গ্রাম সোনার দাম আজ ৪৯ হাজার ৫৬৮ টাকা।