উৎসবের মরশুমে বেশ কয়েকদিন ধরেই দাম কমছিল সোনার গয়নার। কিন্তু মঙ্গলবার ক্রেতাদের কপালে ভাঁজ। এদিন সামান্য দাম বেড়েছে সোনার গয়নার।
১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১১০ টাকা। গতকাল রুপোর দামে কোনও ওঠা-নামা না দেখা গেলেও মঙ্গলে দাম বেড়েছে রুপোরও।
উৎসবের মরশুমে বেশ কয়েকদিন ধরেই দাম কমছিল সোনার গয়নার। কিন্তু মঙ্গলবার ক্রেতাদের কপালে ভাঁজ। এদিন সামান্য দাম বেড়েছে সোনার গয়নার।
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম (১ গ্রাম) : ৪,৫৯৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনার (৮ গ্রাম) দাম : ৩৬,৭৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনার (১০ গ্রাম) দাম : ৪৫,৯৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক (১০০ গ্রাম) সোনার দর : ৪,৫৯,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) র দর: ৫,০১৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনার দর (৮ গ্রাম) : ৪০,১০৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনার দর (১০ গ্রাম) : ৫০,১৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০১,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৫৭,২০০ টাকা
সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গেই তা প্রতিফলিত হয়েছে শেয়ার বাজারে। টাইটান কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ২,৬৮০.৩০ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ৯৭.৪০ টাকা। দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ৭৩.৭০ টাকা।