সপ্তাহের শুরুতেই সোনার দামে কিছুটা স্বস্তি। রবিবারের পর সোমবারও অপরিবর্তিত হলুদ ধাতুর দাম(Gold Price remain Same)।
সোমবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৫ হাজার ২৬৫ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫২ হাজার ৬৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম(Gold Price Dropped) ৫ হাজার ৭৪৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৭ হাজার ৪৪০ টাকা।
আরও পড়ুন- Kailash Kher attacked: হাম্পি উৎসবে কন্নড় গান কই? কৈলাস খেরকে লক্ষ করে ছোড়া হল বোতল
অন্যদিকে, ২০০ টাকা বেড়ে ১ কেজি রুপোর দাম হয়েছে ৭২ হাজার ৪০০ টাকা। রবিবার ১ এজি রুপোর দাম ছিল ৭২ হাজার ২০০ টাকা। উল্লেখ্য, দেশজুড়ে চলছে বিয়ের মরশুম। আর জানুয়ারির শুরু থেকেই সোনা-রুপোর দামে(Gold-Silver Price) ওঠাপড়া লেগেই রয়েছে।