শনিবার লাফিয়ে বেড়েছিল সোনার দাম। রবিবার কিছুটা স্বস্তি। সপ্তাহের শেষ দিন অপরিবর্তিত রয়েছে সোনার দাম। অর্থাৎ শনিবারের পর আর কোনও হেরফের নেই হলুদ ধাতুর দামে।
শনিবারের মতো রবিবারেও ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম যাচ্ছে ৫৪,২৫০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার অপরিবর্তিত দাম ৫৯,১৮০ টাকা।
Pension Scheme : বেসরকারি চাকুরীজীবীদের জন্যও রয়েছে পেনশন, জানুন আবেদন পদ্ধতি
এদিকে রুপোয় মিলছে লাগাতার স্বস্তি। কেজিতে ২০০ টাকা কমেছে রুপোর দাম। ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭০,৯০০ টাকা।