বর্ষবরণের (New Year) আগেই সুখবর। এক ধাক্কায় কমল সোনার দাম (Gold Price)। প্রতি ১০ গ্রামে সোনার দাম কমল ৯০০০ টাকা। গত ৬ বছরে এই প্রথম একধাক্কায় এতটা দাম কমল। বর্তমানে এক ভরি সোনার দাম দাঁড়াল ৪৭ হাজার ৬৫০ টাকা।
আন্তর্জাতিক বাজারের (International Market) সঙ্গে তাল মিলিয়ে বৃহস্পতিবার সোনার দাম কমে ০.৪ শতাংশ। সামনেই বিয়ের মরশুম। বর্ষবরণের ঠিক আগে সোনার দাম কমায় বাজারে বিক্রি বাড়বে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: রেকর্ড পতন সোনার দামে, প্রতি ১০ গ্রামে দাম কমল ৮১০ টাকা
ওমিক্রনের প্রভাবে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শেয়ারবাজারেও তার প্রভাব পড়েছে। তার ফলে সোনার দাম কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নভেম্বর মাসেও ২ দফায় কমেছিল সোনার দাম।