ধনতেরাসের আগে ফের দাম বাড়ল সোনার । মঙ্গলবার দাম কিছুটা কমলেও, বুধে ফের চড়া হল হলুদ ধাতুর দর । এদিন, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৩০ টাকা । ২৪ ক্যারেট সোনার ক্ষেত্রেও উর্ধ্বমুখী হয়েছে দাম । তবে, সোনার দাম বাড়লেও রূপোর দাম কিছুটা কমেছে ।
বুধবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৪,৬৫৫ টাকা । ৮ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৩৭,২৪০ টাকা । আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৪৬,৫৫০ টাকা । ১০০ গ্রামের দাম হয়েছে ৪,৬৫,৫০০ টাকা । অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম হয়েছে ৫,০৭৮ টাকা । ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ১৪০ টাকা বেড়ে হয়েছে ৫০,৭৮০ টাকা ।
সোনার দাম বাড়লেও রূপোর দামে কিছুটা স্বস্তিতে মধ্যবিত্তরা । ১ কেজি রুপোর দাম কমেছে প্রায় ২০০ টাকা । বুধবার রূপোর দাম হয়েছে ৫৬,৬০০ টাকা ।
লক্ষ্মীপুজোর পর থেকেই সোনার দাম ওঠানামা করছে । সামনেই দীপাবলি । আবার বিয়ের মরসুমও । মঙ্গলবার দাম কমলেও বুধবার ফের দাম বাড়ায় চিন্তায় মধ্যবিত্তরা ।