বিয়ের মরশুমে স্বস্তি ক্রেতাদের। সপ্তাহের শেষে যারা বিয়ের বাজার করবেন বলে স্থির করেছিলেন তাদের জন্য সুখবর। শনিবার কলকাতায় সোনার দাম কমার পর, রবিবার অপরিবর্তিত রইল সোনার দাম। যদিও দাম বেড়েছে রুপোর। রবিবার ১ কেজি রুপোর দাম বেড়েছে ১০০ টাকা।
রবিবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ৪ হাজার ৮৬০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৮ হাজার ৬০০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ৩০২ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৩ হাজার ২০ টাকা। ১০০ টাকা বেড়ে ১ কেজি রুপোর নতুন বাজারদর হয়েছে ৬১ হাজার টাকা।
অঘ্রায়ন মানেই বিয়ের মরশুম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়েই পুজোর পর থেকে সোনার দাম ওঠানামা করছিল। মনে করা হয়েছিল যার প্রভাব পড়বে বিয়ের মরশুমে। কিন্তু বিয়ের মরশুম শুরু হয়ে গেলেও সোনার দাম আপাতত স্বস্তি দিচ্ছে ক্রেতাদের।