শুক্রবার লাফিয়ে অনেকটাই বেড়েছিল সোনার দাম। বিয়ের মরসুম শুরুর আগে এখন ঘরে সোনা তোলার সময়, তাই একটিবার জেনে রাখা ভাল দামটা। শনিবার স্বস্তি একটাই এদিন অপরিবর্তিত রয়েছে সোনার দাম। অর্থাৎ নতুন করে দামে কোনও নড়চড় নেই।
শুক্রবারের মতো বৃহস্পতিবারও ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার অপরিবর্তিত দাম দাঁড়িয়েছে ৫৬,৫৫০ টাকা।
অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দামও এদিন অপরিবর্তিত অর্থাৎ এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৬১,৬৯০ টাকা।
বেশ খানিকটা স্বস্তি রুপোর দামেও। এদিন ১ কেজি রুপোর দাম কমেছে ৫০০ টাকা। অর্থাৎ এর ভিত্তিতে ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৬,০০০ টাকা।