শুক্রবার দাম কমেছিল সোনার শনিবার আরও স্বস্তি। শনিবার অপরিবর্তিত রইল সোনার দাম। অর্থাৎ এই দিন আর নতুন করে সোনার দামে নড়চড় হয়নি। শুক্রবারের মতোই শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম যাচ্ছে ৫৫ হাজার টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৬০ হাজার টাকা।
BSE sensex: শুক্রবার রেকর্ড তৈরি করল বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স, পেরিয়ে গেল ৬৬,০০০-এর অঙ্ক
তবে হুহু করে বাড়ছে রুপোর দাম। শুক্রবার দাম বাড়ার পর শনিবারেও দাম বাড়ল রুপোর। এদিন ১ কেজি রুপোর বাটের দাম বেড়েছে ৪০০ টাকা। এর নিরিখে এই পরিমাণ রুপোর নতুন দাম ৭৭,৫০০ টাকা।