সোনার দরে স্বস্তি। সোমবার স্বাধীনতা দিবসের দিন বাজার বন্ধ ছিল। ফলে মঙ্গলবার বাজার খুলতেই দামে ওঠা-নামা লক্ষ্য করা যায়। এদিন, ১০ গ্রাম ২২ ক্যারেটে দাম ৪৮ হাজার টাকা। কমেছে ১৫০ টাকা। একই পরিমাণ সোনার ২৪ ক্যারেটের দাম ৫২ হাজার ৩৬০ টাকা। দাম কমেছে ১৭০ টাকা। সোনার পাশাপাশি মঙ্গলবার এক কেজি রুপোর দাম ছিল ৫৮ হাজার টাকা। কেজি প্রতি যা কমেছে ১ হাজার টাকার উপরে।
স্বাধীনতা দিবস পর্যন্ত রেকর্ড দাম ছিল হলুদ ধাতুর। ভারতের পাশাপাশি বিশ্ব বাজারেও কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে এক ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৭৫৫.৫৫ মার্কিন ডলার। এর প্রভাবেই ভারত এবং বাংলার বাজারে স্বস্তি নেমেছে।
শেয়ার বাজারেও ভাল ফল করেছে সোনা কোম্পানিগুলি। এদিন টাইটানের শেয়ারের দাম বেড়েছে ২,৪৯৩.৭৫ টাকা। কল্যাণ জুয়েলার্সের দাম ৭০.৫০ টাকা। পি সি চন্দ্রের দাম উঠেছে ৬৩.৪৫ টাকা।