সোনার দামে ওঠা-নামা অব্যাহত । গত দুই দিন নিয়ন্ত্রণে ছিল সোনার দর । তবে, সোমবার একলাফে অনেকটা দাম বেড়েছে । পাশাপাশি রুপোর দামও ঊর্ধ্বমুখী । আজ কলকাতায় দাম কত, জেনে নিন
১৮ ক্যারেট
১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৭০০ টাকা । মোট দাম হয়েছে ৫২ হাজার ৪০ টাকা
২২ ক্যারেট
গহনা সোনার দাম বেড়েছে ৮৫০ টাকা । ১০ গ্রামের দাম হয়েছে ৬৩ হাজার ৬০০ টাকা
২৪ ক্যারেট
পাকা সোনার ১০ গ্রামের দাম বেড়েছে ৯৩০ টাকা । প্রায় ৭০ হাজার ছুঁইছুঁই সোনার দর । নতুন দর হয়েছে ৬৯,৩৮০ টাকা
সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে । ৬০০ টাকা বেড়েছে এক কেজি রুপোর বাটের দাম । নতুন দাম হয়েছে ৭৮,৬০০ টাকা