আজ অক্ষয় তৃতীয়া । প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এদিন সোনা কেনা শুভ বলে মনে করা হয় । কিন্তু, দাম যে হারে বাড়ছে, তাতে সোনা কিনতে গেলে দু'বার ভাবতে হচ্ছে সাধারণ মানুষকে । অক্ষয় তৃতীয়ার দিনও লাফিয়ে বাড়ল সোনার দাম । রুপোর দামও আকাশছোঁয়া ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৮৫০ টাকা । ফলে, এদিন গহনা সোনার দাম ৬৭ হাজার । পাকা সোনার দাম ৭৫ হাজার ছুঁইছুঁই । এদিন, ওই পরিমাণ সোনার ১০ গ্রামের দাম ৯৩০ টাকা বেড়েছে । নতুন দাম হয়েছে ৭৩ হাজার ৯০ টাকা ।
রুপোর দামও ঊর্ধমুখী । এক কেজি রুপোর দাম প্রায় ১৩০০ টাকা বেড়েছে । নতুন দাম হয়েছে ৮৬ হাজার ৫০০ টাকা ।