সামনেই বিয়ের মরসুম । গত দুই-তিনদিন ধরে নিয়ন্ত্রণেই ছিল সোনার দাম । কিন্তু মঙ্গলবারের বাজার খুলতেই চিন্তার ভাঁজ মধ্যবিত্তদের কপালে । গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ফের দাম বেড়েছে সোনার । ১৮ ক্যারেট, ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কতটা বাড়ল, মঙ্গলবার নতুন দাম কত হল কলকাতায়, জেনে নিন
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ১৮ ক্যারেট ১০ গ্রামের দাম বেড়েছে ৮২ টাকা । নতুন দাম হয়েছে ৪৫,৪৫০ টাকা । সেখানে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম বেড়েছে ১০০ টাকা ও ২৪ ক্যারেটের দাম বেড়েছে ১১০ টাকা । সেক্ষেত্রে গহনা সোনা ও পাকা সোনার দাম এদিন রয়েছে যথাক্রমে ৫৫,৫৫০ টাকা ও ৬০, ৬০০ টাকা ।
আরও পড়ুন, GoldAnd Silver Price: কালী পুজো পেরোতেই সোনায় সোহাগা, কতটা কমল সোনা-রুপোর দাম?
মঙ্গলবার সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও । এক কেজি রুপোর বাটের দাম বেড়েছে ৬০০ টাকা । মঙ্গলবার কলকাতায় ১ কেজি রুপোর বাটের দাম হয়েছে ৭৩ হাজার টাকা ।