হালকা শীত পড়ে গিয়েছে তিলোত্তমায়। ডিসেম্বর পড়তেই লাইন লাগবে বিয়ের, কারণ সামনেই বিয়ের মরসুম। ইতিমধ্যেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কিন্তু বিয়ের মরশুমের শুরুর আগেই আগুন সোনার দাম। এর জেরে রীতিমতো মাথায় হাত ক্রেতাদের। উপহার হোক বা বিয়েতে মেয়েকে সাজিয়ে দেওয়া শেষ মুহূর্তের প্রস্তুতিতে সোনা কেনাটা যাদের বাকি রয়ে গিয়েছে, তাদের কপালে দেখা দিয়েছে বিরাট ভাঁজ।
আরও পড়ুন: পর্দায় ফিরছে ‘ত্রিনয়নী’ জুটি, নতুন ধারাবাহিকে গৌরবের ‘রাঙা বউ’ শ্রুতি দাস
বুধবারও দাম বাড়ল সোনার, তুলনামূলকভাবে এদিন কমেছে রুপোর দাম। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২০০ টাকা এবং ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২১০ টাকা। এদিকে ১ কেজি রুপোর দাম কমেছে ৭০০ টাকা।
২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫২ হাজার ৩৬০ টাকা, ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৪৮ হাজার টাকা। বিশ্ব বাজারে গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী সোনার দাম, এবার দেশীয় বাজারেও হুহু করে বাড়ছে এই হলুদ ধাতুর মূল্য। মঙ্গলবার গত ৬ মাসে সর্বোচ্চ হয়েছিল সোনার দাম।