স্বস্তি দিয়ে পরপর দুই দিন দাম কমল সোনার । গহনা ও পাকা সোনার সামান্য দাম কমেছে । তবে, অস্বস্তি বাড়াচ্ছে রুপো । দুইদিন দাম অপরিবর্তিত থাকার পর এদিন রুপোর দাম ফের ঊর্ধ্বমুখী
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১০০ টাকা । এই পরিমাণ সোনার দর এদিন ৬৬ হাজার ২০০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দামও ১১০ টাকা কমে হয়েছে ৭২,২২০ টাকা ।
এক কেজি রুপোর বাটের দাম ৫০০ টাকা বেড়েছে । নতুন দাম হয়েছে ৯১ হাজার ৫০০ টাকা ।