সোনা-রুপোর দামে (Gold-Silver Price Today) ওঠা-নামা অব্যাহত । গত দু'দিন দাম নিয়ন্ত্রণে থাকলেও মাসের প্রথমে ফের সোনার বাজারদর (Gold Price Today) উর্ধ্বমুখী । মঙ্গলবার সোনার পাশাপাশি রুপোর দামও (Silver Price Today) অনেকটাই বেড়েছে । ফলে অগাস্ট পড়তেই ফের অস্বস্তিতে মধ্যবিত্ত ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৫০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম বেড়েছে ১৬০ টাকা । দাম বাড়ায় এদিন কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৫৫,৪০০ টাকা দরে । আর ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার নতুন দাম হয়েছে ৬০.৪৪০ টাকা ।
আরও পড়ুন, Gold-Silver Price Today : মাসের শেষে স্বস্তিতে মধ্যবিত্ত, সামান্য দাম কমল সোনার, আজ রুপো-র দাম কত ?
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫৪০ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৫৪,০০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬,০৪৪ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬,০৪,৪০০ টাকা
মাসের প্রথমদিন রুপোর দাম অনেকটাই বেড়েছে । এদিন কলকাতায় ১ কেজি রুপোর বাটের দাম বেড়েছে ১০০০ টাকা । নতুন দাম হয়েছে ৭৮ হাজার টাকা ।