সোনা-রুপোর দামে ওঠা-নামা লেগেই থাকে । তবে, সপ্তাহের শেষদিনে স্বস্তি । এদিন সোনার দামে কোনও পরিবর্তন নেই । অন্যদিকে, রবিবার রুপোর দামও অপরিবর্তিত রয়েছে ।
রবিবার, গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪,১০০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম হয়েছে ৫৯,০২০ টাকা ।
১ গ্রাম ও ১০০ গ্রাম সোনার দাম একনজরে
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৪১০ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৪১,০০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯০২ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯০,২০০ টাকা
রুপোর দাম (Sliver Price) আজও অপরিবর্তিত । এক কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭৩,৩০০ টাকা । শুক্রবার রুপোর দাম একলাফে অনেকটা বাড়ার পর, শনিবার কমেছিল দাম । এদিনও সেই স্বস্তি বজায় থাকল ।