সোনার দাম গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী । তবে, বুধবার বাজার খুলতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন মধ্যবিত্তরা । এদিন, ২২ ক্যারেট সোনার দামে কোনও পরিবর্তন নেই । বরং খুব সামান্য দাম বেড়েছে ২৪ ক্যারেট সোনার । অন্যদিকে, রুপোর দাম অপরিবর্তিত ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, বুধবার ২২ ক্যারেট ১০ গ্রামে সোনার দাম রয়েছে ৫৫,২০০ টাকা । সেখানে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১০ টাকা বেড়েছে । নতুন দাম হয়েছে ৬০,২৩০ টাকা ।
১ গ্রাম ও ১০০ গ্রাম সোনার দাম
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫২০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫২,০০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬,০২৩ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬,০২,৩০০ টাকা
মঙ্গলবার দাম বেড়েছিল রুপোর । তবে, এদিন, দাম অপরিবর্তিতই রয়েছে । বুধবার কলকাতায় এক কেজি রুপোর বাটের দাম হয়েছে ৭৪,৮০০ টাকা ।