ফের দাম বাড়ল সোনার । বৃহস্পতিবার সোনার দাম সামান্য কমলেও, শুক্রবার সেই স্বস্তি বজায় রইল না । এদিন গহনা সোনা ও পাকা সোনা, দুইয়েরই দাম বেড়েছে । দাম বেড়েছে রুপোরও ।
২২ ক্যারেট
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৪০০ টাকা । আজ কলকাতায় ওই পরিমাণ সোনার দাম হয়েছে ৬৬ হাজার ৬৫০ টাকা
২৪ ক্যারেট
৪৪০ টাকা দাম বেড়েছে পাকা সোনার । ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার হয়েছে ৭২,৭১০ টাকা
রুপোর দাম
এক কেজি রুপোর বাটের দাম বেড়েছে ২ হাজার টাকা । নতুন দাম হয়েছে ৮৪,৫০০ টাকা ।