সোনা-রুপোর দামে (Gold-Silver Price Today ) ওঠা-নামা অব্যাহত । গত দুই -তিনদিন সোনার দাম কম থাকলেও, বুধবার বাজার খুলতেই ফের অস্বস্তি । সামান্য দাম বেড়েছে সোনার । অন্যদিকে,রুপোর দামও বেড়েছে ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, বুধবার কলকাতায় ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার (gold-Silver Price Today) দাম বেড়েছে ১৫০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৬০ টাকা । দাম বাড়ার পর কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫৫,১৫০ টাকা । আর ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৬০,১৬০ টাকা ।
আরও পড়ুন, Bank Holiday in August : অগাস্টে ১৪ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, কবে কবে ছুটি, দেখে নিন একনজরে
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫১৫ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৫১,৫০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬,০১৬ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬,০১,৬০০ টাকা
কলকাতায় রুপোর দামও সামান্য বেড়েছে । এক কেজি রুপোর বাটের দাম বেড়েছে ৪০০ টাকা । নতুন দাম হয়েছে ৭৭,৪০০ টাকা ।