শুক্রবার ফের সোনার দাম (Gold-Silver Price ) নিম্নমুখী । বৃহস্পতিবার অনেকটাই দাম বেড়েছিল হলুদ ধাতুর । কিন্তু শুক্রবার বাজার খুলতেই স্বস্তি । অন্যদিকে, এদিন রুপোর দামেও 'বিরাট' পতন । সোনা-রুপোর দাম (Gold-Silver Price) কমায় স্বভাবতই খুশি ক্রেতারা ।
এদিন গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩৫০ টাকা । ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৩৮০ টাকা ।
আরও পড়ুন, Gold and Silver Price: লক্ষ্মীবারে লাগামছাড়া সোনার দাম, হাত ছোঁয়ানো যাচ্ছে না রুপোতেও
সেক্ষেত্রে, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার নতুন দাম হয়েছে ৫৫,১০০ টাকা এবং একই পরিমাণ সোনার ২৪ ক্যারেটের নতুন দাম হয়েছে ৬০,১১০ টাকা ।
রুপোর দামও উল্লেখযোগ্য হারে কমেছে । শুক্রবার ১ কেজি রুপোর বাটের দাম কমেছে ২০০০ টাকা । নতুন দাম হয়েছে ৭৬,৪০০ টাকা ।