বিয়ের মরসুমে চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম । সোমবার, মঙ্গলবারের পর বুধেও দাম বাড়ল সোনার । অন্যদিকে, রুপোর দামও চড়া । পরপর তিনদিন রুপোর দাম একলাফে অনেকটাই বেড়েছে । বুধবার কলকাতায় কত হয়েছে সোনা-রুপোর দাম, দেখে নিন ।
বুধবার গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম গহনা সোনার দাম বেড়েছে ২৫০ টাকা । এই পরিমাণ সোনার নতুন দাম হয়েছে ৬৭,১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ২৭০ টাকা বেড়ে হয়েছে ৭৩,২০০ টাকা।
সোনার পাশাপাশি আগুন দাম রুপোর । কেজিতে ১,২০০ টাকা বেড়েছে রুপোর দাম। অর্থাৎ ১ কেজি রুপোর বাটের দাম এদিন ৯৭,৭০০ টাকা ।