নভেম্বর মাস পড়া মানেই বিয়ের মরসুম শুরু । তার উপর আবার সামনেই ধনতেরাস । সোনার দোকানগুলিতে ভিড় তো এই সময়েই দেখা যায় । আপনারও কি সোনা কেনার পরিকল্পনা রয়েছে ? এই তো সুযোগ । কারণ, বেশ কয়েকদিন ধরেই সোনার দাম রয়েছে আয়ত্তে । বৃহস্পতিবারও বাজার খুলতেই মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি । এদিনও দাম সামান্য কমেছে সোনার ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ১০ গ্রাম ২২ ক্যারেট গহনা সোনার দাম কমেছে মাত্র ১০ টাকা। বাজারে এখন ১০ গ্রাম সোনার নতুন দাম দাঁড়িয়েছে ৫৬,৩৯০ টাকা । অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দামও একই হারে কমেছে । ২৪ ক্যারেট ১০ গ্রামের নতুন দাম দাঁড়িয়েছে ৬১,৫২০ টাকা ।
তবে, রুপোর দাম অস্বস্তি বজায় রেখেছে । লক্ষ্মীবারে ফের রুপোর দাম বাড়ল । বুধবারই কেজিতে ১২০০ টাকা কমেছিল দাম । কিন্তু, বৃহস্পতিবার ১ কেজি রুপোর বাটের দাম বাড়ল প্রায় ৭০০ টাকা । বর্তমানে এক কেজি রুপোর বাটের দাম ৭৪,৮০০ টাকা।