সপ্তাহের প্রথম দিনই স্বস্তির খবর । সোনার দাম (Gold-Silver Price Today) সামান্য কমল । রবিবার অবশ্য অপরিবর্তিত ছিল সোনার দর । আর সোমবার একই হারে কমেছে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম । অন্যদিকে, মাসের শেষে রুপোর দাম (Silver Price) অপরিবর্তিত রইল ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, সোমবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১০০ টাকা । নতুন দাম হয়েছে ৫৫,২৫০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম একই পরিমাণ কমে এদিন নতুন দাম হয়েছে ৬০,২৮০ ।
আরও পড়ুন, Gold and Silver Price: মধ্যবিত্তের স্বস্তি, শনিবারের বাজারে অনেকটাই কমল সোনার দাম
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৫২৫ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৫২,৫০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬,০২৮ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬,০২,৮০০ টাকা
রবিবারের পর সোমবারও রুপোর দাম অপরিবর্তিতই রয়েছে । এদিন এক কেজি রুপোর বাটের দাম ৭৭ হাজার টাকা ।