রবিবার সামান্য স্বস্তি মিললেও, সপ্তাহের শুরুতেই ফের বড় ধাক্কা । আবারও দাম বাড়ল সোনার । কালীপুজোর পর থেকেই সোনার দামের ঊর্ধমুখী গ্রাফ লক্ষ্য করা গিয়েছে । মাঝে দু-একদিন দাম কম বা অপরিবর্তিত থাকলেও, তা সেরকম স্বস্তি দিতে পারেনি । গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, সোমবার ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম বেড়েছে ৩৩০ টাকা । অন্যদিকে, ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম বেড়েছে যথাক্রমে ৪০০ ও ৪৪০ টাকা ।
দাম বাড়ার পর এদিন কলকাতায় ১৮ ক্যারেট, ২২ ক্য়ারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কত রয়েছে, দেখে নিন
১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৮,১৫০
২২ ক্যারেট ১০ গ্রামের দাম ৫৮,৮৫০
২৪ ক্যারেট ১০ গ্রামের দাম ৬৪,২০০
তবে, সোনার দাম বাড়লেও রুপোর দাম অপরিবর্তিই রয়েছে । সোমবার এক কেজি রুপোর বাটের দাম রয়েছে ৮০,৫০০ টাকা । ডিসেম্বরের প্রথম দুই দিন রুপোর দাম ব্যাপক বাড়লেও এখন তা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে ।