বুধবার দাম কমল সোনার (Gold Price Today) । এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ১০০ টাকা । ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম কমেছে ১১০ টাকা । মঙ্গলবারও একই হারে দাম কমেছিল সোনার । অন্যদিকে, আয়ত্তে রয়েছে রুপোর দামও (Silver Price Today) ।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, বুধে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ৫৪,৯৫০ । ২৪ ক্যারেট ১০ গ্রামের নতুন দাম হয়েছে ৫৯,৯৫০ টাকা । পরপর দুইদিন সোনার দাম কমায় স্বস্তিতে রয়েছেন মধ্যবিত্তরা ।
আরও পড়ুন, Elon Musk: বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক থাকেন দু' কামরার ছোট্ট বাড়িতে? অবিশ্বাস্য!
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৯৫ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৯,৫০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯৯৫ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৫,৯৯,৫০০ টাকা
বুধে রুপোর দামে কোনও পরিবর্তন নেই । এদিন, এক কেজি রুপোর বাটের দাম ৭৪ হাজার টাকা । উল্লেখ্য, সোনা-রুপোর দামে ওঠা-নামা লেগেই থাকে । তবে, গত চারদিন ধরে সোনা-রুপোর দাম (Gold-Silver Price Today) আয়ত্তে রয়েছে ।