এবার গুগলেও চাকরিতে কোপ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্মীদের সতর্ক করা হয়েছে যাতে কাজে আরও বেশি মন দেন তাঁরা। কাজ না করতে পারলে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে সংস্থার তরফে। আগেই গুগলের সিইও সংস্থার কর্মীদের মেল করে জানিয়েছিলেন, নিয়োগের ক্ষেত্রে গতি কমাচ্ছে গুগল। ফলে কর্মীদের মনে এখন আতঙ্কের ছাপ!
সূত্রের খবর, গুগলের অধীনস্থ সংস্থা ‘আলফাবেট’-এর কর্মীদের মূলত সতর্ক করা হয়েছে। পরবর্তী ত্রৈমাসিকে লাভের হিসেব দেখেই কোনও কড়া পদক্ষেপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিম সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, কর্মীদের বার্তা দেওয়া হয়েছে, কাজ ভাল না করতে পারলে সংস্থা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। চলতি বছরে সংস্থার লাভ যে খুব একটা বেশি হয়নি, তেমনটাই জানা যাচ্ছে।
আরও পড়ুন- GST on House Rent: এবার বাড়িভাড়া নিলেও লাগবে জিএসটি, ভাড়াটেকে দিতে হবে ১৮ শতাংশ কর
কয়েক সপ্তাহ আগেই মাইক্রোসফটের একটি প্রজেক্ট থেকে ২০০ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। গত জুলাই মাসে ১৮০০ জনের চাকরি চলে গিয়েছে ওই সংস্থা থেকে। শুধু তাই নয়, লিংকডেইন, মেটা, ওরাকল, টুইটার, উবার, ইনটেলের মতো একাধিক সংস্থা থেকে বহু কর্মীর চাকরি গিয়েছে।