প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার (PMSBY) প্রিমিয়াম বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। জুন মাস থেকেই তা কার্যকরী হয়েছে।
দেশের সমস্ত বর্গের মানুষকে বিমার আওতায় আনার লক্ষ্যে ২০১৫ সালে এই দুটি বিমা প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। প্রথমটি জীবন বিমা প্রকল্প এবং দ্বিতীয়টি দুর্ঘটনা বিমা প্রকল্প। গত সাত বছরে দুটি বিমারই প্রিমিয়াম অপরিবর্তিত ছিল।
Car Insurance costlier from june: পয়লা জুন থেকেই দু-চাকা-চার চাকায় বাড়ছে বিমার খরচ
সূত্রের খবর, প্রিমিয়াম বাবদ আয়ের তুলনায় বিমার দাবি মেটানোর জন্য সরকারি খরচ ক্রমশ বেড়ে চলেছে। সেই কারণে প্রিমিয়াম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। জীবন জ্যোতি বিমা প্রকল্পের প্রিমিয়াম একলাফে ৩২ শতাংশ বেড়েছে এবং সুরক্ষা বিমা প্রকল্পের প্রিমিয়াম ৬৭ শতাংশ বেড়েছে। এর জেরে জীবন জ্যোতি বিমা প্রকল্পের প্রিমিয়াম বাবদ গ্রাহকের বার্ষিক খরচ ৩৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৩৬ টাকা। সুরক্ষা বিমা প্রকল্পের বার্ষিক প্রিমিয়াম ১২ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ টাকা।