লোকসভা নির্বাচনের আগে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধিতে রাশ টানতে চায় কেন্দ্র। আর সেকারণে এবার বাজারে আসতে চলেছে ভারত রাইস। বাজার চলতি দামের থেকে অনেকটাই কম মূল্যে এই চাল।
এপ্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্যা ইকোনমিক টাইমস। ওই প্রতিবেদন অনুযায়ী, ভারত রাইসের দাম হতে পারে কিলো প্রতি ২৫ টাকা। এর আগে ডাল ও আটার দাম কমাতেও উদ্যোগী হয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার চালের ক্ষেত্রেও দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।
ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন, ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আউটলেটে ভারত রাইস পাওয়া যাবে। একাধিক সমীক্ষায় প্রকাশ গতবারের তুলনায় এবছরে চালের দাম গড়ে ১৪.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের পকেটে টান পড়েছে। সেকারণেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।