দীর্ঘদিন ধরেই ঋণের বোঝা চলছিল। এবার ভোডাফোন-আইডিয়াকে (VI Network) স্বস্তি দিল কেন্দ্র সরকার (Govt Of India)। বকেয়া ঋণে যে সুদের হার আছে, তা ইকুয়িটিতে রূপান্তরিত করে অধিগ্রহণের সিদ্ধান্ত সরকারের। ভিআই সংস্থার ৩৩.১৪ শতাংশ শেয়ার, যার বাজার মূল্য ১৬,১৩৩ কোটি টাকা, অধিগ্রহণ করবে কেন্দ্র। ৩৫ শতাংশ মালিকানা থাকবে কেন্দ্রের।শুক্রবারই কেন্দ্র বিবৃতি দিয়ে একথা জানিয়েছে। সংস্থার পক্ষ থেকেও অধিগ্রহণের কথা জানানো হয়েছে।
২ লক্ষ কোটি টাকার বেশি ঋণ ছিল ভোডাফোন-আইডিয়া সংস্থার। প্রত্যেক শেয়ারের মূল্য ১০ টাকা ধার্য করে এই অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার বৃহত্তম শেয়ারহোল্ডারও হবে কেন্দ্র।
আরও পড়ুন: LIC-র কটা প্রিমিয়াম বাকি তা জানা যাবে হোয়াটসঅ্যাপেই, জানুন কীভাবে
মুকেশ আম্বানির জিওর আত্মপ্রকাশের পরই চরম ক্ষতির সম্মুখীন হয় ভোডাফোন, এয়ারটেলের মতো বড় টেলিকম সংস্থা। ভোডাফোনের সঙ্গে আইডিয়া সংস্থার সংযুক্তিকরণ হয়। তবুও ঋণের বোঝা মেটাতে পারেনি সংস্থা।