GST : সংগ্রহ বাড়ল ২৫ হাজার কোটি, জিএসটি আদায়ে সর্বকালীন রেকর্ড, জানাল কেন্দ্র

Updated : May 02, 2022 08:32
|
Editorji News Desk

মাত্র এক মাসের ব্যবধানে পণ্য ও পরিষেবা কর (Gst) আদায়ে রেকর্ড দেশে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের (Central Finance Ministry) হিসাব বলছে, গত অর্থবর্ষে মার্চ মাসে যে টাকা আদায় হয়েছে, তার ২৫ হাজার কোটি বেশি টাকা আদায় হয়েছে নতুন অর্থ বর্ষের এপ্রিল মাসে। 

কেন্দ্রের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এপ্রিলে জিএসটি (Gst) সংগ্রহ বেড়ে হয়েছে এক লক্ষ ৬৭ হাজার ৫৪০ কোটি টাকা। তার মধ্যে কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর (Cgst) পরিমাণ ৩৩ হাজার ১৫৯ কোটি টাকা। এবং  রাজ্যের পণ্য ও পরিষেবা কর (Sgst) ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। কেন্দ্র ও রাজ্যের মিলিত পণ্য ও পরিষেবা কর (Igst) বাবদ আদায় হয়েছে ৮১ হাজার ৯৩৯ কোটি টাকা। এই অঙ্কের মধ্যে ৩৬ হাজার ৭০৫ কোটি টাকা এসেছে আমদানি কর থেকে, আর সেস বসিয়ে উঠে এসেছে ১০ হাজার ৬৪৯ কোটি টাকা।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, জিএসটি সংগ্রহের এই অঙ্ক সর্বকালীন রেকর্ড। মে মাসেও জিএসটি আদায়ে রেকর্ড হয়েছিল। তার অঙ্ক ছিল এক লক্ষ ৪২ হাজার ৯৫ কোটি টাকা। বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২১ ও ২০২২ সালের মধ্যে তুলনা করলে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় এই বছরে আমদানি থেকে আয় ৩০ শতাংশ এবং অভ্যন্তরীণ লেনদেন থেকে আয় ১৭ শতাংশ বেড়েছে। এমনকি এই প্রথম বারের জন্য মোট জিএসটি আদায়ের পরিমাণ দেড় লক্ষ কোটি টাকার সীমা ছাড়িয়েছে।

GST collectionsFinance MinistryGST

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে

editorji | ব্যবসা-বাণিজ্য

Car Buying Tips : অল্প বেতনেই বাড়িতে আসবে নতুন গাড়ি! কীভাবে? চোখ বুলিয়ে নিন

editorji | ব্যবসা-বাণিজ্য

PPF : মাসে দু'হাজার রাখলেই ৭ লক্ষ টাকা রিটার্ন! জানেন এই স্কিম সম্পর্কে?

editorji | ব্যবসা-বাণিজ্য

RBI Repo Rate: ঋণ গ্রাহকদের বিরাট স্বস্তি, বাড়ছে না সুদের হার 

editorji | ব্যবসা-বাণিজ্য

Savings Tips : মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়? খরচ কমানোর ১২টি অজানা কৌশল