আসন্ন কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022) নিয়ে দেশের সব মহলেই জল্পনা তুঙ্গে। করদাতাদের আশা, সাধারণ চাকুরিজীবীদের জন্য আসন্ন বাজেটে কিছু সুখবর নিশ্চয়ই থাকবে।
৮০সি-এর সুবিধা দ্বিগুণ
দেশের বহু করদাতাই ৮০সি (Benefits of 80C) ধারার সুবিধা গ্রহণ করে থাকেন। গত ৭ বছর ধরে এর ঊর্ধ্বসীমা ছিল দেড় লক্ষ টাকা পর্যন্ত। তবে, বর্তমান সময়ের অত্যধিক মুদ্রাস্ফীতি (Inflation) এবং অতিমারির (Pandemic) প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতির ফলে ৮০সি-র পরিমাণ দ্বিগুণ না হলেও অন্তত বার্ষিক আড়াই লক্ষ টাকা পর্যন্ত হবে বলে আশা করছেন করদাতারা।
আরও পড়ুন: একরাশ প্রত্যাশা নিয়ে বাজেট পেশের আগে যে টিমটির দিকে চেয়ে আছে গোটা দেশ
গৃহঋণে অধিক করছাড়
করদাতাদের আরও আশা যে, এই বাজেটে গৃহঋণের (tax deduction on Home loans) ওপর করছাড়ের পরিমাণ দেড় লক্ষ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২ লক্ষ টাকা হবে।
স্বাস্থ্যবিমায় জিএসটি হ্রাস
বিমা সংস্থাগুলির থেকে বারবার অনুরোধ সত্ত্বেও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের ওপর ১৮ শতাংশ জিএসটিই লাগু রয়েছে এখনও পর্যন্ত। করদাতাদের আশা, আগামী ১ ফেব্রুয়ারির বাজেটে (Union Budget 2022) এই জিএসটির পরিমাণ বেশ কিছুটা কমে (reduce GST on health insurance) তা নাগালের মধ্যে চলে আসবে।