আর মাত্র ২ দিন বাদেই পেশ করা হবে ২০২২-২৩ সালের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022)। প্রতিবারের মতোই এবারেও এই বাজেট নিয়ে একরাশ আশায় বুক বেঁধেছে সাধারণ চাকুরিজীবী থেকে শুরু করে বণিকসমাজের প্রতিনিধি পর্যন্ত সকলেই।
আরও পড়ুন: 'কাগজমুক্ত' হতে চলেছে এবারের বাজেট, 'হালুয়া উৎসব'-এর বদলে মিষ্টিমুখ কর্মচারীদের
গত বছরের বাজেটে হিসেব অনুযায়ী, ২০১৯-২০২০ মরশুমে কেন্দ্রীয় সরকারের মোট ২৬ লক্ষ ৮১ হাজার কোটি টাকা রোজগারের (Total income of government) মধ্যে ২০ লক্ষ ১০ হাজার কোটি টাকাই এসেছিল করদাতাদের কাছ থেকে।
কিন্তু, জানেন কি, করদাতাদের করের টাকা (Taxpayers money) কীভাবে এবং কোন কোন খাতে খরচ করা হয়? দেখে নিন সম্পূর্ণ তালিকাটি:
পরিকল্পনা ও রাশিবিজ্ঞান- ০.০৭%
উত্তর-পূর্ব উন্নয়ন- ০.০৮%
পেট্রোলিয়ামে ভর্তুকি- ০.৩৭%
বৈদেশিক বিষয়ক কাজ- ০.৫২%
বৈজ্ঞানিক দফতর- ০.৮৮%
শিল্প ও বাণিজ্য- ০.৯%
শক্তি- ১.২৩%
সামাজিক উন্নয়ন- ১.৩৯%
কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে- ১.৫২%
তথ্য সম্প্রচার এবং টেলিকম- ১.৫%
নগরোন্নয়ন- ১.৫৭%
স্বাস্থ্য- ২.১৪%
অন্যান্য- ২.৫১%
অর্থ- ২.৬৪%
শিক্ষা- ২.৬৮%
স্বরাষ্ট্র বিষয়ক- ৩.২৬%
কর আধিকারিক- ৩.৭৬%
কৃষি- ৪.২৬%
পেনশন- ৫.৪%
গ্রামোন্নয়ন- ৫.৫৯%
পরিবহণ- ৬.৬৯%
খাদ্য ভর্তুকি- ৬.৯৭%
রাজ্যগুলিতে স্থানান্তরণ- ৮.৪২%
প্রতিরক্ষা- ৯.৯৬%
সুদের আদায়- ২৩.২৫%