HDFC ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় ধাক্কা । ঋণে সুদের হার বাড়াল HDFC । যার প্রভাব পড়তে চলেছে পার্সোনাল ও গাড়ির লোনের ইএমআইয়ে (EMI) । জানা গিয়েছে, প্রায় ৫ থেকে ১৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানো হয়েছে । ৮ মে থেকেই তা প্রযোজ্য হয়ে গিয়েছে ।
ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, ওভারনাইট MCLR এখন থেকে ৭.৯৫ শতাংশ । এক মাসের ক্ষেত্রে MCLR ৮.১০ শতাংশ এবং তিন মাস ও ছয় মাসের MCLR হবে ৮.৪০ শতাংশ এবং ৮.৮0 শতাংশ । এক বছরের MCLR দাঁড়াবে ৯.০৫ শতাংশ, দুই বছরের MCLR হবে ৯.১০ শতাংশ এবং তিন বছরের MCLR হবে ৯.২০ শতাংশ ।
আরও পড়ুন, Insurance Rate Hike: চলতি অর্থ বর্ষেই অন্তত ১০ % বাড়তে পারে বিমার প্রিমিয়াম, জানুন বিশদে
২০২২ সালের মে মাস থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করছে । যার জেরে বাড়ি,গাড়ির ইএমআই আরও দামি হয়ে উঠেছে ।