এবার ফিক্সড ডিপোজিটে(FD Interest Rate) সুদের হার বাড়ালো এইচডিএফসি ব্যাঙ্ক(HDFC Bank FD)। ফলে অতিরিক্ত সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। শুধু এই ব্যাঙ্কই নয়, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক(IOB FD Interest Rate), আরবিএল ব্যাঙ্ক(RBL Bank FD Interest Rate)। গত সপ্তাহেই রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ায় ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI Fixed Deposit Interest Rate)।
জানা গিয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক(IOB FD Interest Rate) ২ কোটি টাকার নীচে ফিক্সড ডিপোজিটে(Interest Rate Hikes in FD) সুদের হার বাড়িয়েছে। সুদের হার ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানো হয়েছে বলেই খবর। পাশাপাশি, সুদের হার বাড়িয়েছে আরবিএল(RBL Bank)। ৭২৫ দিনের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বেড়ে হয়েছে ৭.৭৫ শতাংশ। সাধারণ নাগরিকরা পাবেন ৭.২৫ শতাংশ সুদ। পাশাপাশি, ২ থেকে ৩ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিট এবং ৩ বছরের বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে ১০ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছে আইওবি।
আরও পড়ুন- TET Update: পর্ষদের কাছে দেওয়া ভুল তথ্য সংশোধনের সুযোগ পাবেন টেট উত্তীর্ণরা
দু'দিন আগেই স্থায়ী আমানতে(Interest Rate Hikes in FD) সুদের হার বাড়ায় স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া(SBI)। ২ কোটি টাকার কম অঙ্কের অর্থের ফিক্সড ডিপোজিটে(Interest Rate Hikes in FD) ২১১ দিন থেকে শুরু করে এক বছরের কম মেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে ৫.৫০ শতাংশ থেকে সুদ বেড়ে হল ৫.৭৫ শতাংশ। এসবিআই(SBI FD Interest Rate Hikes) শেষবার সুদের হারে পরিবর্তন করেছিল গত ২২ অক্টোবর।