কয়েকদিন আগেই রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এরপরই লোনের ইএমআই বাড়ানোর কথা ঘোষণা করেছিল দেশের বহু ব্যাঙ্ক। এবার এই তালিকায় জুড়ল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নামও। ব্যাঙ্কের মার্জিনাল কস্ট অব ল্যান্ডিং রেটের ওপর ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার হোম লোন, গাড়ি লোন, এডুকেশন লোনের জন্য অনেক বেশি পরিমাণে ইএমআই দিতে হবে।
স্টেট ব্যাঙ্ক ছাড়াও দেশের অন্যতম বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা এবং ব্যাঙ্ক অব মহারাষ্ট্র নিজেদের মার্জিনাল কস্ট অব ল্যান্ডিং রেটে রেপো রেট বাড়িয়ে দিল। গত ১৩ ফেব্রুয়ারি থেকে এই বৃদ্ধি লাগু করে দিয়েছে ব্যাঙ্ক অব মহারাষ্ট্র।