কিছুতেই কমার নাম করছে না সোনার দাম। তাপমাত্রার মতো রোজই লাফিয়ে বাড়ছে এই বহুমূল্য ধাতুর দাম। শনিবার ফের চড়া সোনার দাম। এদিন প্রতি ১ গ্রামে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ২০ টাকা করে। অর্থাৎ এই পরিমাণ সোনার ১০ গ্রামের দাম যাচ্ছে ৬৬,৮৫০ টাকা।
অন্যদিকে ২৪ ক্যারেট পাকা সোনার দাম ১০ গ্রামে বেড়েছে ২২০ টাকা। অর্থাৎ এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৭২,৯৩০ টাকা।
West Bengal Weather Update: সকাল থেকেই চড়া রোদ, মে মাসের শুরুতেই কি ৫০-এ ফুটবে বাংলা?
তবে রুপোর দামে সামান্য স্বস্তি। কেজিতে ৫০০ টাকা কমেছে রুপোর দাম। এদিন ১ কেজি রুপোর বাটের দাম ৮৪,০০০ টাকা।