আপনার এলআইসি পলিসিতে এখনও পর্যন্ত কত টাকা জমিয়েছেন? কিংবা অনেকদিন ধরেই টাকা জমাচ্ছেন কবে ম্যাচিওর করবে আপনার পলিসি? গ্রাহককে এইসব গুরুত্বপূর্ণ তথ্য জানাতে এবার হোয়াটসঅ্যাপ পরিষেবা আনল এলআইসি। যাঁরা নিজেদের পলিসি LIC অনলাইন পোর্টাল রেজিস্টার করিয়েছেন তাঁরাই এই বিশেষ সুবিধা পাবেন।
হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে কী করতে হবে?
প্রথমে আপনার বিমা LIC অনলাইন পোর্টালে রেজিস্টার করতে হবে।
এরপর ফোনে সেভ করে নিতে হবে LIC'র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর।
মোবাইল নম্বরটি হল 8976862090
এরপর হোয়াটসঅ্যাপে গিয়ে ওই নম্বরে 'hi'পাঠাতে হবে।
এবার এলআইসি আপনাকে ১১টি অপশন দেবে
যে পরিষেবা আপনি চান তাতে রিপ্লাই করলেই পেয়ে যাবেন প্রয়োজনীয় তথ্য
তবে, যে মোবাইল নম্বর আপনার বিমার সঙ্গে রেজিস্টার রয়েছে শুধু সেই নম্বর থেকেই এই হোয়াটসঅ্যাপ পরিষেবা পাবেন আপনি। প্রয়োজনে এলআইসির পোর্টালে গিয়ে নম্বর পরিবর্তন সম্ভব।