শেষ কয়েক বছরে সুদের হার বেড়েছে অনেকটা। যার ফলে সব ধরনের লোনের ক্ষেত্রেই ইএমআই-এর পরিমাণও বেড়ে গিয়েছে। নতুন করে যাঁরা লোন নিচ্ছেন, তাঁদের মাসিক ইএমআই-এর পরিমাণ আগের থেকে অনেকটাই বেশি। তার সঙ্গেই রয়েছে লোনের মেয়াদও। এই দুইয়ের ফলেই প্রবল অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে, তা বলাই বাহুল্য।
তবে, লোনের মেয়াদ প্রসঙ্গে বাণিজ্য-বিশেষজ্ঞ অনন্ত লাধা বলেন, লোনের মেয়াদ বাড়ানো একটা অপশন বটে, তবে, সম্ভব হলে তা পরিহার করাই উচিত।
তার সঙ্গে তিনি এই কথাটিও মনে করিয়ে দেন যে, লোনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে তবেই এগোনো উচিত। তিনি বলেন, লোনের টাকা মেটানোর জন্য ফিক্সড ডিপোজিট ভাঙা তুলনায় ভালো। কিন্তু, রিটায়ারমেন্ট ফান্ড বা কনটিনজেন্সি ফান্ড নৈব নৈব চ।
এর মধ্যে একটি আশার কথাও বলেন অনন্ত লাধা। তিনি জানিয়েছেন, সুদের হারের এই প্রবল বৃদ্ধি কিছুটা কমতে পারে কয়েকদিন বাদে। তখন আবার পরিস্থিতি নাগালের মধ্যে আসার সম্ভাবনা।