দিনের পর দিন ব্যাঙ্কিং পরিষেবা সহজ হচ্ছে। বাড়ছে একাধিক সুবিধা। কিন্তু সামান্য তথ্য ভুল করে শেয়ার করলে, তা বিপদের কারণ হতে পারে। ব্যাঙ্কের তথ্য জানার জন্য জাল বিছিয়ে আছে প্রতারকরাও। এক নিমেষে টাকা লেনদেনের সুবিধা দিচ্ছে ব্যাঙ্ক। এই টাকা লেনদেনের কারণই ডেকে আনে বিপদ। এবার এ নিয়ে গ্রাহকদের সতর্ক করল আইসিআইসিআই।
আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁদের গ্রাহকদের কথা মাথায় রেখে, সতর্কবার্তা দিয়েছে। ইমেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, "আমরা সব সময়ই নিরাপত্তার কথা মাথায় রাখি। তাই আপনাদের সতর্ক করছি। একটি নতুন ধরনের প্রতারণা শুরু হয়েছে।" কী এই নতুন প্রতারণা! আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাকাররা গ্রাহকদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ হ্যাক করছে। তারপর বন্ধু বা পরিবারের কাছে টাকা চাইছে। আইসিআইসিআই কর্তৃপক্ষ জানিয়েছে, এই কদিনে অনেকগুলি অভিযোগ তাঁদের কাছে এসে জমা পড়েছে। অনেকেই ফেসবুক বা হোয়াটসঅ্য়াপের মেসেজ দেখে যাচাই না করেই টাকা দিয়ে দিয়েছেন। এই নিয়েই সতর্ক করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মাত্র ৪ বছর প্রিমিয়াম দিয়েই মেয়াদ শেষে পান ১ কোটি টাকা
আরও পড়ুন:
গ্রাহকদের সতর্ক করে আরও একটি মেইল পাঠিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বলা হয়েছে,
১. আপনার ডেবিট কার্ড অন্য কারও হাতে তুলে দেবেন না। ডেবিট কার্ডের পিন কোথাও লিখে রাখবেন না
২. ফোন বা ইমেল মারফৎ কাউকে কোনও আর্থিক তথ্য দেবেন না
৩. এটিএমে কোনও অপরিচিত ব্যক্তির সাহায্য নেবেন না
৪. এটিএম থেকে টাকা তোলার সময় দেখে নেবেন, পিছনে কেউ দাঁড়িয়ে আছেন কিনা।
৫. ব্যাঙ্ক কখনও ফোন করে পিন বা পাসওয়ার্ড জিজ্ঞাসা করে না
৬. কোনও অস্বাভাবিক লেনদেন চোখে পড়লে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান
৭. ল্যাপটপ বা ফোনে কার্ডের তথ্য সংরক্ষণ করবেন না