দেশের সেরা ইঞ্জিনিয়ারিং-এর প্রতিষ্ঠান। সেই ইন্ডিয়ান ইন্সটিটিউশন অফ টেকনোলজি থেকে পাশ করে চাকরি নেই? তেমনই বলছে পরিসংখ্যান। আইআইটি মাদ্রাসে চলতি মরশুমে ৪৫ শতাংশ স্নাতকের প্লেসমেন্ট না হওয়ার আশঙ্কা।
আইআইটি কানপুরের প্রাক্তনী ধীরজ সিং-একটি আরটিআই ফাইল করেছিলেন, সেক্ষান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ধীরজ জানিয়েছেন, আইআইটি থেকে পাশ করে চাকরি না পাওয়া পড়ুয়ার সংখ্যা গত বছরের চেয়ে বেড়েছে।
২,১০০ জন পড়ুয়া প্লেসেমেন্টের জন্য নাম নথিভুক্ত করেছিলেন, এঁদের মধ্যে দুই খেপে ১১৫০ জনের চাকরি হয়েছে, ৯৫০ জন এখনও বেকার। আইআইটি দিল্লি, আইআইটি বম্বেতে পরিসংখ্যানে হেরফের থাকলেও ১০০ % প্লেসমেন্ট হয়নি কোথাওই।