হোয়াটস অ্যাপ (WhatsApp) থেকে ছাঁটাই ২৩ লাখ ভারতীয় অ্যাকাউন্ট। বুধবার এই তথ্য প্রকাশ্যে আনল মেটার (Meta) এই ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। এরমধ্যে ৮ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ (WhatsApp Account Ban) করেছে হোয়াটস অ্যাপ, বাকিগুলি ব্যান করা হয়েছে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে।
আরও পড়ুন: বেতন নিয়ে সন্তুষ্ট নন অধিকাংশ কর্মীই, বলছে সমীক্ষা
একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, এই ২৩ লাখ অ্যাকাউন্ট ব্যানের কথা জানায় মেসেজিং সংস্থাটি৷ হোয়াটস অ্যাপের মুখপাত্র জানান, তথ্যপ্রযুক্তি আইন ২০২১ এর ভিত্তিতে ২০২২ সালের অক্টোবর মাসের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই ইউজার সেফটি রিপোর্টের মধ্যে যেমন ব্যবহারকারীদের অভিযোগের বিশদ বিবরণ রয়েছে, তেমনই আবার আমাদের প্ল্যাটফর্মে অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করার জন্য WhatsApp-এর নিজস্ব প্রতিরোধমূলক পদক্ষেপও রয়েছে বলে জানান তিনি।
তিন ভাবে হোয়াটস অ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য অপব্যবহারকারীদের সনাক্ত করা হয়- যখন অ্যাকাউন্ট খোলা হয়, এরপর ওই অ্যাকাউন্ট থেকে যখন টেক্সট পাঠানো হয়, এবং যখন কোনও ব্যবহারকারী নেতিবাচক প্রতিক্রিয়া দেন তখন।