এপ্রিল শেষ হতে চলল হাতে আর মাত্র ক’টা দিন। তারপরই মে। মে মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এক নজরে চোখ বুলিয়ে নিন ব্যাঙ্কের ছুটির তালিকায়।
৪ টি রবি এবং দু'টি শনিবার (মাসের দ্বিতীয় এবং চতুর্থ) ছাড়াও আরও আট দিন বন্ধ থাকবে । তবে ওই আটদিন সারা দেশ জুড়েই ব্যাঙ্ক বন্ধ থাকবে এমনটা নয়, বরং এক এক রাজ্যে একেক অনুষ্ঠানে ছুটি থাকবে। মে মাসের ৭, ১৩, ২০ এবং পঁচিশ তারিখে চার দফার লোকসভা নির্বাচন রয়েছে দেশের বিভিন্ন কেন্দ্রে। যে সব কেন্দ্রে ভোট, নির্বাচনের দিন, সেখানকার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
পয়লা মে, মে দিবস উপলক্ষে দেশের বেশ কিছু ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এছাড়া ৮ মে: রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ।
১০ মে অক্ষয় তৃতীয়া
১৬ মে: রাজ্য দিবসের ছুটির কারণে সিকিমের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ মে রয়েছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটি।
সব মিলিয়ে এই ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও খোলা থাকবে ATM গুলি.