জাতীয় পরিসংখ্যান অফিস (NSO) দ্বারা প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে , ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট দেশীয় পণ্য অর্থাৎ ভারতের GDP বেড়েছে ৭.৬ শতাংশ। গতবার ছিল ৬.২, যা এবার উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভারতের এই GDP এর বৃদ্ধি চিনের থেকেও বেশি।
Gold And Silver Price: বিয়ের মরসুমে আজ দারুণ স্বস্তি, সোনা রুপো দুই-ই অপরিবর্তিত
বৃহস্পতিবার. এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আর্থিক বিশ্লেষকদের দ্বারা নির্ধারিত অনুমানকে ছাড়িয়ে গিয়েছে, যা দেশের অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, দ্রুত বাড়তে থাকা বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে ভারত ধীরে ধীরে এগোচ্ছে। ,