শুক্রবার সর্বাধিক দীর্ঘ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমুদ্রের উপর অবস্থিত ওই সেতুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলে মুম্বই থেকে নাভাশেভা যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। যা আগে প্রায় ২ ঘণ্টা সময় লাগত। নাম দেওয়া হয়েছে অটল সেতু। প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ ওই সেতুটি উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
জানা গিয়েছে, অটল সেতু বা মুম্বই ট্রান্স হারবার সিওয়ে-র মাত্র সাড়ে ৫ কিলোমিটার রয়েছে স্থলভাগে। বাকি অংশের পুরোটাই থাকছে সমুদ্রের উপর। প্রায় ১৮ হাজার কোটি টাকা খরচ করে ওই ব্রিজ তৈরি করা হয়েছে।
প্রযুক্তিগত দিক থেকেও এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট ১৭টি আইফেল টাওয়ার ও ৫৫০টি বোয়িং বিমান তৈরি করতে যত পরিমাণ লোহা প্রয়োজন তার সমপরিমাণ লোহা দিয়ে ব্রিজটি তৈরি করা হয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নিরিখে এই ব্রিজের স্থান দ্বাদশ স্থানে।
Read More- সন্দেশখালি থেকে 'শিক্ষা', ঢাল, লাঠি নিয়ে সুজিতের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী, 'সাবধানী' ইডি
নবনির্মিত এই ব্রিজটি মুম্বই পোর্ট এবং জওহরলাল নেহেরু পোর্টকে সংযুক্ত করবে। এর মাধ্যমে মুম্বই, নভি মুম্বই, মুম্বই-পুনে এক্সপ্রেস ওয়ে, মুম্বই-গোয়া হাইওয়ে এবং রায়গড়ের মধ্যে সংযুক্তি স্থাপন করবে। পুরোপুরি পরিবেশ বান্ধব উপায়ে এই ব্রিজ তৈরি করা হয়েছে।