ভারতীয় বিমান-পরিবহণ ব্যবসার ক্ষেত্রে ২০২৩ এর শুরুটা বেশ ভালোই গেল। জানুয়ারি থেকে মার্চ, এই ত্রৈমাসিকে মোট ১ কোটি ২৮ লক্ষ ৯৩ হাজার বিমান যাত্রীর নাম নথিভুক্ত হয়েছে। শুধু তাই নয়, ডিজিসিএ'র রেজিস্টার অনুযায়ী, ভারতে ঘরোয়া বিমানগুলিতে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে পরিবহণ করেছেন মোট ৩ কোটি ৭৫ লক্ষ ৪ হাজার যাত্রী। ২০১৯ সালে এই প্রথম ত্রৈমাসিকে মোট ৩ কোটি ৮১ লক্ষ যাত্রী ঘরোয়া বিমানগুলিতে পরিবহণ করেন। সেটি ছিল রেকর্ড। ২০২৩ সালে, ৪ বছর বাদে, সেই রেকর্ডের অনেকটাই কাছাকাছি পৌঁছল বিমানযাত্রার পরিসংখ্যান।
এই শিখর স্পর্শ করার সময় ভারতীয় বিমানসংস্থাগুলি রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিমানের পরিমাণ কম হওয়ায় প্রভাব পড়েছে ইন্ডিগো এবং গো-ফার্স্টের মতো সংস্থাগুলির ওপরে।
যদিও, মার্চ মাসের অর্ধেক বাজার ইতিমধ্যেই নিজেদের দখলে এনে ফেলেছে বিমানসংস্থা ইন্ডিগো। যেখানে বাকি বিমানসংস্থাগুলি ১০ শতাংশের গণ্ডিও ছুঁতে পারছে না, সেখানে শুধু মার্চেই ৭৩ লক্ষ ১৭ হাজার যাত্রী পরিবহণ করেছে ইন্ডিগো।