রেকর্ড পতন হল টাকার দামে। ডলারের নিরিখে টাকার দাম হল সর্বনিম্ন। বুধবার এক মার্কিন ডলারের দাম হল ৭৮.৮৬ টাকা। মঙ্গলবার শেয়ার বাজার বন্ধের সময় ডলারের নিরিখে টাকার দাম ছিল ৭৮.৭৭। বুধবার তা আরও কমল। আর তার সঙ্গেই পতন হল শেয়ার সূচক সেনসেক্সের। বুধবার ৪৩৫.২২ পয়েন্ট কমে তা দাঁড়াল ৫২,৭৪২.২৩। পতন হয়েছে ০.৮২ শতাংশ। নিফটির ১৩২.০৫ পয়েন্ট পতন হয়েছে। এখন তা হয়েছে ১৫,৭১৮.১৫। শতকরা হার ০.৮৩।
ওয়াকিবহালমহালের মতে, টাকার দামে পতনের জন্য অনেকটাই দায়ী ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ডলার প্রতি টাকার দামের ওপর প্রভাব ফেলছে আন্তর্জাতিক বাজার। বাজার বিশেষজ্ঞদের মতে, দৃষ্টিভঙ্গির বদল ঘটিয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি তৈরি করা উচিত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের । না হলে আগামী দিনে ডলারের তুলনায় টাকার দাম আরও পড়ে যাওয়ার আশঙ্কা।