রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine Conflict) ফলে অনেক দেশই অর্থনৈতিক সংকটে (Economic Crisis) ভুগছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার পর অপরিশোধিত তেলেরও (Crude Oil) জোগান কমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের (US Doller) তুলনায় ভারতীয় মুদ্রার দাম কমেছে ৪০ পয়সা। বর্তমানে ভারতীয় মুদ্রায় ১ ডলারের দাম ৭৫ টাকা ৩৩ পয়সা।
বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের তুলনায় অনেকটাই দুর্বল ভারতীয় মুদ্রা (Indian Rupee)। সোমবার বাজারের শুরুতেই ডলারের পরিপ্রেক্ষিতে ভারতীয় মুদ্রার দর ছিল ৭৫ টাকা ৭৮ পয়সা ও ৭৫ টাকা ৭০ পয়সা। কিন্তু বাজার চালু হতেই ৪০ পয়সা কমে ভারতীয় মুদ্রায় দাম হয়ে যায় ৭৫ টাকা ৩৩ পয়সা।
আরও পড়ুন: হৃদয় বিদারক ভিডিও! কৃত্রিম শ্বাস দিয়েও বাঁচানো গেল না ইউক্রেনের ৬ বছরের শিশুকে!
শেষ মরশুমে ভারতীয় মুদ্রার দাম ২৭ পয়সা বেড়েছিল। বাজারে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম দাঁড়িয়েছিল ৭৫ টাকা ৩৩ পয়সা। ওদিকে ডলারের সূচক ০.৭৮ শতাংশ বেড়েছিল। প্রায় ৬টি দেশের মুদ্রার থেকে এগিয়ে গিয়ে মার্কিন ডলারের সূচক দাঁড়ায় ৯৭.৩৭।